Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা
অনুমোদন পেলো ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন
প্রথম দেশ হিসেবে করোনা টিকা প্রয়োগের অনুমতি দিলো যুক্তরাজ্য
প্রথম দেশ হিসেবে নাগরিকদের ব্যবহারের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য।
বুধবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কাজ করবে এই ভ্যাকসিনটি। এটা এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে।
যুক্তরাজ্য ইতিমধ্যে ৪ কোটি টিকার ওর্ডার পেয়েছে। দুই ডোজ হিসেবে ২ কোটি মানুষকে এই টিকা দেওয়া যাবে। তবে দ্রুতই ১ কোটি টিকার ডোজ দেওয়া সম্ভব হবে।
এই ভ্যাকসিন অনুমোদনের পরও বিশেষজ্ঞরা বলছেন, টিকার প্রয়োগ শুরু হলেও সাবইকে সতর্ক অবস্থায় থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ হলে বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আইসোলেশনে থাকতে হবে।