Lead Newsক্রিকেটখেলাধুলা

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “ধন্যবাদ। সবসময়ই আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করবেন।”

ধোনি অবসর নিয়েছেন, এমন নিশ্চিত করেছে সংবাদসংস্থা পিটিআই, জানিয়েছে ক্রিকইনফো। মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কত জল্পনা-কল্পনা হয়েছে এত দিন। সব জল্পনা-কল্পনার ইতি ধোনি নিজেই টানলেন। ফলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল ভারত ক্রিকেটের বড় এক অধ্যায়। 

২০১৯ বিশ্বকাপের পর মাঠের বাইরে। সাময়িকভাবে ক্রিকেট থেকে দুরে থাকতে গিয়ে আর মাঠেই নামা হয়নি ভারতের সবচেয়ে সফল অধিনায়কের। আশা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সে আশাও শেষ হয়ে যায়।

সামনে আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভক্তরাও আশায় বুক বাধতে শুরু করেছেন, ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হলো বিশ্বকাপজয়ী ভারতের এই অধিনায়কের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক করা ধোনি অবসর নিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও ওয়ানডে ক্রিকেটার হিসেবে। ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতকে তুলেছিলেন টেস্টের এক নম্বর দল হিসেবে। 

গত বছর বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। এরপর আর স্বীকৃত কোনও ক্রিকেটই খেলেননি। ধোনি কবে অবসর নেবেন, সে আলোচনা চলেছে দীর্ঘদিন। নাটকীয় ভঙ্গিমায় সে অবসরের ঘোষণা দিলেন ‘ক্যাপ্টেন কুল’। 

প্রায় ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ধোনি ৩৮.০৯ গড়ে টেস্টে করেছেন ৪৮৭৬ রান। তবে ওয়ানডেতে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান আছে তার। টি-টোয়েন্টিতে ৩৭.৬০ গড়ে করেছেন ১৬১৭ রান। তিন ফরম্যাট মিলিয়ে ৮২৯টি ডিসমিসাল আছে তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Back to top button