অবশেষে আফ্রিকাকে পোলিওমুক্ত ঘোষণা
পোলিও মুক্ত ঘোষণা করা হলো আফ্রিকা মহাদেশকে। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সর্বশেষ পোলিওতে আক্রান্ত রোগী শনাক্তের চার বছর পর আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাধীন সংস্থা আফ্রিকা রিজিওনাল সার্টিফিকেট কমিশন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। শেষ আফ্রিকান দেশ হিসেবে নাইজেরিয়াকে পোলিওমুক্ত ঘোষণা করা হচ্ছে, এক দশক আগেও গোটা বিশ্বের অর্ধেকের বেশি রোগী ছিল দেশটিতে।
পোলিওমুক্ত ঘোষণার শর্ত হিসেবে আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এখন কেবল ভ্যাকসিন থেকে প্রাপ্ত পোলিও ভাইরাস আফ্রিকায় আছে, এ বছর যা ১৭৭ জনের মধ্যে পাওয়া গিয়েছে।
এটি ভাইরাসটির এক বিরল রুপ, যা মুখে খাওয়া পোলিও টিকার মাধ্যমে পরিবর্তিত হয়ে কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়ায়। এ ধরনের ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও অ্যাঙ্গোলায় পেয়েছে।
সূত্র: বিবিসি।