শোবিজ
অবশেষে নায়িকা হলেন ছোট্ট সেই দীঘি
মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত- দুজনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথ ধরেই শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় নাম লেখান প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে।
এ ছাড়াও অংশ নেন বেশ কিছু বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি। এরই মধ্যে গুঞ্জন উঠে, রূপালি ভূবনে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সেই দীঘি। তাও আবার শাকিব খানের নায়িকা!
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সত্যি সত্যি নায়িকা হয়ে ফিরলেন দীঘি। তবে তার নায়ক শান্ত খান। শাপলা মিডিয়ার দুই চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’।
এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র কাজ শুরু করেছেন দীঘি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।