জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি হলেও নতুন এই চুক্তিতে এক বছর বাড়ানোর সুযোগ রেখেছে ফ্রান্সের প্যারিসের ক্লাব সেইন্ট জার্মেই (পিএসজি)।
গত দুদিন আগেই খবর রটে মেসিকে স্বাগত জানাতে ১০ আগস্ট মঙ্গলবারের জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি।
তখন থেকেই গুঞ্জন ছিল, হয়তো মঙ্গলবারই নতুন ক্লাবের জার্সি হাতে দেখা মিলবে মেসির। সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।
ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমান এবং স্প্যানিশ গণমাধ্যম মার্কাও জানিয়েছে, পার্ক দে প্রিন্সেসের দলটির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি।