অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের অন্তর্গত সানন্দাবাড়ী ব্রিজের পূর্ব পাশে জিঞ্জিরাম নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সেখানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ধ্বংস করা হয় বিপুল পরিমাণ পাইপ।
দেওয়ানগঞ্জ ভূমি অফিসের সহকারী জাকির হোসেন, চর আমখাওয়ান ইউনিয়ন ভূমি উপসহকারী ফজলুল করিম মামুন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।
দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’