Lead Newsফুটবল

অলিম্পিকে স্বর্ণ জিতেও বড় শাস্তির মুখোমুখি ব্রাজিল ফুটবল টিম

অলিম্পিকে দ্বিতীয় দফায় স্বর্ণ জিতেছে ব্রাজিল ফুটবল দল। বিজয়ের হাসি যখন বিচ্ছুরিত হচ্ছে ফুটবল পাগল দেশটিতে, ঠিক তখনই জাপান থেকে এসেছে দুঃসংবাদ।

ব্রাজিলের ফুটবলারদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রাজিল অলিম্পিক কমিটি। দানি আলভেসের দলের অন্যায় হলো, চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার গ্রহণের সময় ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা।

এতেই বেশ চটেছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। অবশ্য সঙ্গত কারণও রয়েছে। জানা গেছে, যে ইউনিফর্ম পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়েছিল তার মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। কিন্তু রিচার্লিসনরা নাইকির জার্সিতে মঞ্চে উঠেন। আর পিক স্পোর্টসের জ্যাকেট তাদের কোমরে বাঁধা ছিল।

এ ঘটনায় রাগান্বিত হয়ে ফুটবল ফেডারেশনের উপরও ঝাল ঝেড়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। তারা এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রিচার্লিসনদের তীব্র নিন্দা করে শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে।

ফুটবলারদের এমন অবিবেচকের মতো ঘটনায় পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। এমনকি ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে বলে জানিয়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি।

তথ্যসূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =

Back to top button