কোস্টগার্ড সদস্যদের আসতে আর একটু দেরি হলেই হয়ত পদ্মায় বিলীন হয়ে যেত এম ভি মালেক দরবেশ-১ নামের লঞ্চটি ।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় ডুবতে বসা ওই লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কোস্টগার্ড।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকালে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তারা লঞ্চের ৩০০ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকৃতদের পরবর্তীতে লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ।