শোবিজ

অসহায়ের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী

আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। তবে এই প্রদর্শনীর জন্যে চলচ্চিত্র সংগ্রহ চলবে ১০ মে পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনলাইনে দেখানো হবে। সেগুলো দেখানো হবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে।

সেখানে ক্রেডিট কার্ড দিয়ে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে একজন দর্শক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন বলেও জানান তারা।

আরও জানান, প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো অর্থ দেওয়া হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। এই দাতব্য সংগঠনটির মাধ্যমে অসহায় মানুষ ও প্রাণীদের কাছে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।

প্রত্যেক নির্মাতাকে ভিমিয়ো থেকে প্রাপ্ত অর্থের পুরো হিসাব ও সেই অর্থ কোথায় বা কোন প্রক্রিয়ায় অসহায় মানুষ ও প্রাণীদের দেওয়া হচ্ছে তার অফিসিয়াল ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ইভেন্ট গ্রুপে প্রকাশ করা হবে।

চলচ্চিত্রনির্মাতা ও আয়োজকদের একজন জসীম আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাস মহামারির এই সময় বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্যে কিছু একটা করার ভাবনা থেকেই আমরা নির্মাতারা “ফিল্ম ফর হিউমিনিট” নামে একটি সংগঠন তৈরি করেছি। আমরা এই সংগঠনটির মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করবো।’

‘প্রদর্শন থেকে যে অর্থ পাওয়া যাবে তা বিদ্যানন্দ ফাউন্ডেশনকে দিবো। প্রদর্শনের সময় ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দিবো কেউ চাইলে এখানে অতিরিক্ত অর্থ ডোনেট করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এই ভাবনা থেকে আমরা দেশ-বিদেশে পরিচিতদের কাছে ফিল্ম চেয়েছিলাম। তারা সাড়া দিয়ে ২৫টির মতো ফিল্ম পাঠিয়েছেন।’

আগামী ১০ মের মধ্যে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র জমা পড়বে বলে আশা করেন এই নির্মাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =

Back to top button