অস্ট্রেলিয়ার তারকা পেসার করোনায় আক্রান্ত
গোটা বিশ্বে মহামারীতে রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে প্রতিদিন শত শত মানুষ জীবন হারাচ্ছেন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।
এ তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার কেন রিচার্ডসন। স্বভাবতই আতঙ্ক দেখা দিয়েছে অজি শিবিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন রিচার্ডসন। এর পর সর্দি-জ্বরের কবলে পড়েন তিনি। গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন ডানহাতি পেসার। ফলে তার পরীক্ষা করা। তাতে করোনাভাইরাস ধরা পড়েছে।
এখন কোয়ারেন্টিনে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না রিচার্ডসন। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সরকারের প্রোটোকল মেনে রিচার্ডসনকে স্কোয়াডের বাকি সদস্যদের থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের মেডিকেল স্টাফ। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী পেসার। সূত্র: ফক্স স্পোর্টস।