দুনিয়াকাঁপানো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএলে নিলামের জন্য নাম দিয়েছিলেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে চারজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। এরমধ্যে ভিত্তিমূল ৫০ লাখ কমিয়ে সাকিব আছেন দেড় কোটি রুপির ক্যাটাগরিতে। বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি।
আসছে ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে ১০ দলের আইপিএলের নিলাম। তার আগে স্থানীয় ও বিদেশী খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের আইপিএলের জন্য ৯৯১ ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন।
তার মধ্য থেকে নিলামে তোলার জন্য ৩৬৯ জনকে বেছে নেওয়া হয়েছিল শুরুতে। পরে দলগুলোর অনুরোধে যুক্ত করা হয় আরও ৩৬ জনকে। শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের নাম দিলেও তাদের চূড়ান্ত তালিকায় রাখেনি বিসিসিআই।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও নিলামে উঠার নিশ্চয়তা নেই বাংলাদেশি তারকাদের। এবার নিলাম থেকে দলগুলো নেওয়ার জন্য জায়গা ফাঁকা আছে মোট ৮৭ ক্রিকেটারের। এরমধ্যে বিদেশী ক্রিকেটারদের জায়গা ফাঁকা আছে ৩০টি।
আইপিএলে এবার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস। বাকিদের মধ্যে কেউ দল পান কিনা তা জানা যাবে ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হওয়া নিলামে।