বিবিধ
আইসিইউতে সাহিত্যিক বুদ্ধদেব গুহ
দীর্ঘ এক মাসের বেশি সময় হাসপাতালে কাটিয়ে কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এ সময় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
কোলকাতার গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রবিবার আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার সাথে যোগ হয়েছে শ্বাসকষ্ট। গতকাল তাঁকে আইসিইউতে নেয়া হয়েছে।
৮৫ বছর বয়সী এই প্রবীণ সাহিত্যিকের মুত্রনালীতেও রয়েছে সংক্রমণ। এবারও তাঁর করোনা পরীক্ষা নেয়া হয়েছে, তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তখন এক মাসের অধিক সময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিলো। তাঁর সাথে আক্রান্ত হয়েছিলেন মেয়ে ও ড্রাইভার।