আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমা ময়দানে ছুটছেন মুসল্লিরা। যানবাহন না পেয়ে অনেককেই যেতে হবে হেঁটে।
তাই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে জেনে নিন আখেরি মোনাজাত উপলক্ষে কোন কোন সড়ক বন্ধ থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন, রোববার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী থেকে জয়দবেপুর চৌরাস্তা, মীরেরবাজার থেকে টঙ্গী, আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণে এসব সড়কে থাকবে ব্যারিকেড।
জিএমপি কমিশনার আরো জানান, ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধায় তুরাগ তীর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৩০টি ও মহাখালী পর্যন্ত ৩০টি শাটল বাস চলাচল করবে।