উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী এখনো দেশে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা আছেন, ততক্ষণ দেশ সমৃদ্ধির ধারায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৭ আগস্ট) সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট বা ২১ আগস্টের ঘটনা সবই একই সূত্রে গাথা। এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বিএনপি।
এ সময় ওবায়দুল কাদের সম্মিলিত প্রয়াসে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।