আগস্ট মাসেও বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ
চলতি মাস আগস্টেও বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশ প্রদান করা হয়েছে। গত জুলাই মাস থেকেই গরিবদের জন্য বিনিমূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত জুলাইয়ে সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগস্ট মাসেও সরকারি প্রতিষ্ঠানে গরিব মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা বিনা মূল্যে করা হবে। আগস্টের পর থেকে আবার নির্ধারিত মূল্যে করোনা পরীক্ষা করাতে হবে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দিয়ে এ নির্দেশ দেয়া হয়েছে।
উক্ত চিঠিতে বলা হয়, “সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিডের নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা আগস্ট মাসের জন্য বিনা মূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, “জুলাইয়ে বিনা মূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্তটা ১৫ দিনের ছিল। তখন এটা সীমান্তবর্তী জেলাগুলোর জন্য করা হয়েছিল। সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ায় এখন প্রধানমন্ত্রী দেশব্যাপী বিনা মূল্যে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে নমুনা পরীক্ষা করাতে গেলে একটা ফরম দেয়া হবে।”
সেখানে কেউ যদি লেখেন, ১০০ টাকা দিতে অপারগ, তাহলে তার পরীক্ষা বিনা মূল্যে করে দেয়া হবে।