আন্তর্জাতিক

আগামীকাল ঘোষণা হচ্ছে তালেবান সরকার, সুপ্রিম লিডার আখুন্দজাদা

তালেবান আফগানিস্তানের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও উপজাতির প্রতিনিধি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একদম দ্বারপ্রান্তে। তালেবান নেতাদের বরাত দিয়ে গতকাল বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে তাদের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। কট্টরপন্থী এই গোষ্ঠী কোন ধরনের সরকার গঠন করে এবং তাদের শাসনব্যবস্থা কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে।

খবরে বলা হয়, আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবান সরকার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

তালেবান জানিয়েছে, সরকারের ‘সুপ্রিম লিডার’ হবেন হায়বাতুল্লাহ আখুন্দজাদা। তার পরামর্শেই দেশ চালাবেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী।
তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লা সামাঙ্গানি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

সাক্ষাৎকারে সামাঙ্গানি বলেন, ‘নতুন সরকার গঠন নিয়ে আলোচনা প্রায় শেষ। ক্যাবিনেট গড়া নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। আমরা এমন একটি ইসলামিক সরকার ঘোষণা করব যা মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকারের প্রধান হবেন হায়বাতুল্লা আখুন্দজাদা। এই বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’

এর আগে বার্তা সংস্থা খামা প্রেস সূত্রের বরাত দিয়ে জানায় যে, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হবেন রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। মোল্লা ইয়াকুব (প্রথম তালেবান নেতার পুত্র) প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং খলিফা হাক্কানি (তালেবানের অন্যতম নেতা জালালুদ্দীন হাক্কানির পুত্র) স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।

এদিকে প্রদেশগুলোতে গভর্নর, পুলিশ প্রধান ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়োগ দিয়েছে তালেবান। তবে তালেবান জামানায় আফগানিস্তানের জাতীয় সংগীত ও পতাকা কেমন হবে তা জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, তালেবান সরকার গঠন করলেও তাদের ‘পর্বতসম’ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে অর্থনীতি, নিরাপত্তা, পররাষ্ট্রনীতি সর্বোপরি সাধারণ আফগানদের ভেতর তালেবানের প্রতি আস্থা প্রতিষ্ঠাই হবে দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

সূত্র : আল জাজিরা, বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Back to top button