আগামী জানুয়ারিতেই কি দলবদল করছেন এমবাপ্পে!
দল-বদলের সময় শেষ হয়ে গেলেও কিলিয়ান এমবাপ্পে ইস্যু থেমে নেই। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মন্তব্যে আবারও বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন যে, হয়তো আগামী জানুয়ারিতেই পিএসজি স্ট্রাইকার রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন!
সামনের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। এর পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ফরাসি ফরোয়ার্ড। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির ১ তারিখেই রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হতে পারবেন তিনি। এমন আশার কথা বলে পেরেজ বলেছেন, ‘আমরা আশা করছি, হয়তো আগামী ১ জানুয়ারিতেই সব কিছুর নিষ্পত্তি হবে।’
এমবাপ্পেকে দলে ভেড়াতে অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও স্বপ্নের ক্লাবটিতে যেতে উতলা হয়ে আছেন। সর্বশেষ সোমবার ২২ বছর বয়সী তারকা নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে কথা বলেছেন। গত জুলাইয়েই নাকি ক্লাব ছেড়ে যাওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন পিএসজিকে।
আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘চেয়েছিলাম ক্লাব (পিএসজি) যেন আমার দলবদলের প্রস্তাব গ্রহণ করে, যাতে তারা কিছু টাকা পায় এবং সেটা দিয়ে মানসম্মত খেলোয়াড় আনতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘আমি বিষয়টা আগেই জানিয়ে দিয়েছিলাম, যাতে তারা ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সময়টা পায়।’