আর জুম নয়, এবার বাংলাদেশেই বিশ্বমানের ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম
করোনা মহামারীর কারনে অনলাইন মিটিং, অনলাইন ক্লাস সহ অন্যান্য কাজের জন্য বেড়েছে ভিডিও প্ল্যাটফর্মের ব্যবহার। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিশ্বমানের একটি ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম আনছে দেশীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি।
প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন শাখা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। একসঙ্গে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে যুক্ত করার সুবিধ ছাড়াও এতে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা সুবিধা থাকবে।
সিনেসিস আইটির গ্রুপ সিইও রূপায়ণ চৌধুরী বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে মৌলিক এমন কিছু থাকবে, যা ব্যবহারকারীদের অন্য রকম একটা অভিজ্ঞতা দেবে। আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে কাজ শুরু করেছি। আমরা প্লাটফর্মটি নিয়ে এমন ভাবে কাজ করছি যেন লো ব্যান্ডউইডথেও ১,২০০ জনের একটি মিটিং অনায়াসে করা যায় যেখানে জুম সর্বোচ্চ সুবিধা দিচ্ছে ১,০০০ জনের।
তিনি বলেন, এটি শুধুমাত্র একটি ভিডিও কনফারেন্সিং টুল নয় বরং এটি আগামীদিনের একটি কোলাবোরেশন প্লাটফর্ম। সিকিউরিটি, ভয়েস কোয়লিটি ছাড়াও আমাদের প্লাটফর্মটিতে এমন কিছু মৌলিক ফিচার থাকবে যা ব্যবহারকারিদের অন্যরকম একটি অভিজ্ঞতা দিবে।