Lead Newsআইন ও বিচার

আগামী মাসে শেষ হচ্ছে খালেদার সাজার স্থগিতাদেশ

মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারে পরিবার: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাজার ছয় মাসের স্থগিতাদেশের সময়সীমা শেষ হচ্ছে আগামী মাসে।

খালেদার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় সাজা স্থগিতের সময় বাড়াতে তার পরিবার পক্ষে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, ‘সাজা স্থগিতের সময় বাড়াতে তারা সরকারের কছে আবেদেন করবেন কিনা, পরিবার এখনো সিদ্ধান্ত নেয়নি।’

ফখরুল বলেন, ‘এখনও যেহেতু ম্যাডাম সুস্থ হননি। তিনি একেবারেই আগের অবস্থাতেই আছেন। এ পরিস্থিতিতেই সাজার স্থগিতাদেশের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে।’

‘সাজা স্থগিতের সময় বাড়াতে পরিবার এখনও সিদ্ধান্ত নেয়নি। অতীতের মতো ম্যাডামের পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে,’ যোগ করেন তিনি।

সময় হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হতে পারে বলে জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, বিএসএমএমইউ হাসপাতালের ডাক্তাররা যেটা চিকিৎসা দিয়েছিলেন সেটাকেই ফলোআপ করছেন এখন তার ব্যক্তিগত চিকিৎসকেরা।করোনার কারণে তিনি উন্নত কোনো চিকিৎসা নিতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হয়।যার মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে চলেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − one =

Back to top button