Lead Newsআন্তর্জাতিক

আঘাতটা বুঝতে পারছি তবে সহিংসতা গ্রহণযোগ্য নয়ঃ ম্যাক্রোঁ

ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের উদ্বেগের কারণ বুঝতে পেরেছেন ফরাসি প্রেসিডেন্ট

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের ফলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷। ম্যাক্রোঁ বলেছেন, তিনি বুঝতে পারছেন মহানবীর ব্যঙ্গচিত্র দেখে মুসলমানরা আঘাত পেয়েছেন। তবে ধর্মের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি৷

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি৷

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘’জানি ব্যঙ্গচিত্র করলে মানুষ আঘাত পেতে পারে। তাই বলে সহিংসতাকে কখনো সমর্থন দিবো না। আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই।’’

সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সের সাপ্তাহিক ম্যগাজিন চার্লি হেবদোতে মহানবীর ব্যঙ্গচিত্র হওয়ার পরই বিতর্কের মুখে পড়ে ফ্রান্স।  কয়েকদিন পর সেই ব্যঙ্গচিত্র দেখিয়ে ক্লাসে আলোচনা করায় স্যামুয়েল প্যাটি নামের একজন শিক্ষকের শিরশ্ছেদ করে উগ্রপন্থী এক মুসলিম যুবক। তার কয়েকদিন পরই ঘটে নিস শহরের চার্চে হামলা।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ‘ইসলাম ধর্ম একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেন মাক্রোঁ৷ সেই সঙ্গে এ ধরনের কার্টুন প্রকাশ বন্ধে ব্যবস্থা নেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি৷

তার এই বক্তব্যের পরে মুসলিম বিশ্বে প্রতিবাদ আরো তীব্র হয়। ওই দুই হামলার আগেও ম্যাক্রোঁ ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে নতুন কঠোর অভিযানের প্রতিশ্রুতি দেন। যা বিশ্বজুড়ে মুসলমানদের কাছ থেকে বিতর্ক ও নিন্দার ঝড় তোলে।

এই ঘটনায় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালি, তুরস্ক, লিবিয়া, মরিতানিয়া, লেবাননসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয়। ফ্রান্সের প্রেসিডেন্টেরও তীব্র সমালোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button