Lead Newsশিল্প ও বাণিজ্য

আজ থেকে আসছে ২৫ হাজার টন ভারতীয় পেঁয়াজ

দেশে ঢুকতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ-ভর্তি ট্রাক। আজ (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজের ট্রাক।

এর আগে, বাংলা‌দে‌শে ২৫ হাজার টন পেঁয়াজ রফতা‌নির অনুম‌তি দি‌য়ে‌ছে ভারত। শুক্রবার দি‌ল্লি‌তে ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়, বা‌ণিজ্য মন্ত্রণালয় এবং ডায়‌রেক্ট‌রেট জেনা‌রেল অব ফ‌রেন ট্রেড এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। দি‌ল্লি‌তে বাংলা‌দেশ হাই ক‌মিশ‌নের আন্তরিক প্রচেষ্টায় ভারত সরকার এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পেয়াঁজ রপ্তানির বিষয়টি নিশ্চিত করা হয়। ওই চিঠির বরাত দিয়ে পেঁয়াজ আমাদানীকারক হারুনুর রশিদ জানান, আগের খোলা ঋণপত্রের বিপরীতে গেল রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত টেন্ডার হওয়া পেঁয়াজই প্রবেশের অনুমতি পাবে। এসময় পর্যন্ত কি পরিমাণ পেঁয়াজের টেন্ডার হয়েছে নিশ্চিতভাবে তা জানা না গেলেও তিনি জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে অন্তত ২শ’ পেঁয়াজভর্তি ট্রাক। গরমের কারণে এসব ট্রাকের পেয়াঁজ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তাদের।

সেপ্টেম্বরের শুরুর দিকে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এতে ভারতের বিভিন্ন সড়কে প্রায় ২৫০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে যায়।

পরে পেঁয়াজ রফতানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠি পাওয়ার দুইদিন পরেই পেঁয়াজ ছাড়ের অনুমতি দিয়েছে ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Back to top button