সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আজ বুধবার (৬ জানুয়ারি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটসমূহ পুনরায় নিয়মিতভাবে চলাচল করবে।
এর আগে বিশ্বের কিছু দেশে করোনার নতুন ধরণের শনাক্তের পর গত ডিসেম্বরে হঠাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।
এদিকে রোববার (৩ জানুয়ারি) জানা যায়, নিষেধাজ্ঞা শেষে সৌদি আরবে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করবে বিমান বাংলাদেশ।
ওয়েবসাইটের নোটিশে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদেরকে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) এ প্রদত্ত শিডিউল অনুযায়ী কাছের বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এসকল যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।
এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্যকোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনামুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।
এছাড়া করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।