আজ থেকে শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে-জগন্নাথ, ইসলামী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, বরিশাল, রবীন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল, শেখ হাসিনা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩ হাজার ৪৫৮ জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৯৩ জন এবং ‘সি’ ইউনিটে ৭৯৭ জন রয়েছেন। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন সংখ্যা ৭ হাজার ১০৮, যার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নং ১২৩৩৩৫ থেকে ১২৮৬২৪ পর্যন্ত ৫ হাজার ২৯০ জন এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে রোল ১২৮৬২৫ থেকে ১৩০৪৪২ পর্যন্ত ১ হাজার ৮১৮ জন। গুচ্ছ ভর্তি পরীক্ষার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে ভর্তি-ইচ্ছুকরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে পারবে না। সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরো পয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শাবি : সিলেট বিভাগীয় কেন্দ্র হিসাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ দুই কেন্দ্রে ৭ হাজার ৮৭৭ জন অংশ নেবে। এর মধ্যে শাবিতে ৪ হাজার ৭১০ জন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৬৭ জন। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।