আন্তর্জাতিক

আটক প্রিয়াঙ্কা গান্ধী

কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাষ্ট্রপতি ভবন অভিযানে কংগ্রেস নেতাদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই‘র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুই কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র জমা দিতে যাওয়ার সময় তাদের থামিয়ে দেওয়া হয়। তবে প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটক করা হলেও রাহুল গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।

আটকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র আলোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। আজ কৃষকদের প্রতি সমর্থন জানতে এই অভিযান শুরু করেছি আমরা। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। সাংসদরা জনতার দ্বারা নির্বাচিত। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার তাঁদের অধিকার রয়েছে। তাহলে তাদের সেখানে যেতে দিতে অসুবিধা কোথায়?

কেন্দ্রের বিরুদ্ধে প্রিয়াঙ্কা বলেন, ‘কখনো তারা (নরেন্দ্র মোদি সরকার) বলে আমরা এতই দুর্বল যে, বিরোধী হিসেবে আমাদের গ্রহণযোগ্যতাই নেই। আবার তারাই কখনো বলে যে, আমরা এত শক্তিশালী যে লক্ষ লক্ষ কৃষককে দিল্লি সীমান্তে সংঘবদ্ধভাবে একমাস ধরে জড়ো করে রেখেছি। তারাই সিদ্ধান্ত নিক আমরা আসলে কী।’

এরপর রাহুল গান্ধী, অধীর চৌধুরী ও গুলাম নবি আজাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত সীমান্তে কৃষকদের আন্দোলন চলবে বলে জানান রাহুল। তিনি বলেন, ‘বিরোধীরা কৃষকদের সঙ্গে রয়েছে। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারতজুড়ে প্রায় ২ কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এই মর্মে স্মারকপত্র জমা দিয়েছে কংগ্রেসের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা প্রথম করেন রাহুল গান্ধীই। তিনিই পাঞ্জাবে গিয়ে ট্র্যাক্টরে চেপে আন্দোলনের সূচনা করেন। তবে দিল্লিতে যে কৃষি বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকে স্বতঃপ্রণোদিত বলেই দাবি করেছে কংগ্রেস। কৃষকদের সংঠনগুলো জানিয়ে দিয়েছে, তাদের বিক্ষোভে কোনো রাজনীতির যোগ নেই। তবে শুরু থেকেই কংগ্রেস যে এই বিক্ষোভকে নৈতিক সমর্থন দিয়ে আসছে, সেকথা কারও অজানা নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button