আন্তর্জাতিক

আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত: মোদিকে মমতার প্রশ্ন

ভারতের নাগরিকত্ব আইন বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, ‘আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত?’

তিনি বলেন, এটা খুবই লজ্জার বিষয় যে স্বাধীনতার ৭০ বছর পরেও এদেশের মানুষকে তাদের জাতীয়তা প্রমাণ করতে হচ্ছে।

শুক্রবার শিলিগুড়ি শহরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তান বিষয়ে তার অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন করেন মমতা।

তিনি জানান, নরেন্দ্র মোদি প্রায়শই ভারতের সঙ্গে পাকিস্তানের সাথে তুলনা করেন। খবর এনডিটিভির।

‘ভারত সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের এক বড় দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের জাতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? কেন আপনি প্রতিটি ইস্যুতে পাকিস্তানের উল্লেখ করেন?’ প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে বলেন, বিজেপির নেতারা এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন।

একদিকে প্রধানমন্ত্রী বলছেন যে কোনও এনআরসি হবে না, আবার অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা দাবি করছেন যে সারা দেশে এনআরসি পরিচালিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =

Back to top button