পেঁয়াজের আকাশছোঁয়া মূল্যের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার বলেন, সরকার উত্তপ্ত বাজারকে স্থিতিশীল করার পদক্ষেপ না নিয়ে জনগণের সঙ্গে মশকরা করছে।
‘অতীতে ঈদুল আজহার পরে পেঁয়াজের দাম কমে যেত, তবে আমরা এখন বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। ঈদের পর থেকে ধীরে ধীরে দাম বাড়ছে। এটি এখন প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে…আপেলের চেয়েও ব্যয়বহুল। এটা তো মশকরা,’ বলেন তিনি।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ায় এর সমাধান হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরাও পেঁয়াজ না খাওয়ার কথা বলে মশকরা করছেন। তাহলে ডিম, তেল ও চালের দাম বেড়ে গেলে সরকার এর সহজ সমাধান হিসেবে হয়তো সেগুলো না খাওয়ার পরামর্শ দেবে।’ তিনি বলেন, জনগণের ভোগান্তির বিষয়ে তাঁদের চিন্তা না থাকায় সরকার পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে মোটেই সিরিয়াস নয়, কারণ তাঁদের ভোটের প্রয়োজন হয় না।