আফগানিস্তানের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীনঃ তালেবান মুখপাত্র
চীন শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্নির্মাণে গঠনমূলক ভূমিকা রেখেছে আফগানিস্তানে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে বৃহস্পতিবার রাতে দেয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন এসব বার্তা দেন।
আফগানিস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো কখনো যুদ্ধ করেনি বিশ্বের নব্য ক্ষমতাধর দেশ চীন। সাক্ষাৎকারে শাহীন বলেন, “বিশাল অর্থনীতি ও সক্ষমতার দেশ চীন।আমি মনে করি, আফগানিস্তানের পুনর্গঠন, পুনর্বাসন ও পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশটি।”
গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সে সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আফগানিস্তান মধ্যপন্থি ইসলামের পথ অনুসরণ করবে বলে আশাবাদী তিনি।
সূত্রঃ রয়টার্স