আন্তর্জাতিক

আফগানিস্তানে ডলারসহ বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ!

তালেবান সরকার ঘোষণা করেছে, তারা আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করবে।

রয়টার্সকে তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের জন্য প্রয়োজনে সকল আফগান নাগরিক তাদের প্রতিটি বাণিজ্যে আফগান মুদ্রা ব্যবহার করবে।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের মুদ্রার সাথে সীমান্ত বাণিজ্যের এলাকা এবং আফগানিস্তানের বাজারে মার্কিন ডলার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আফগানিস্তানে একসময় আন্তর্জাতিক দাতাদের অনুদানের ৭৫ শতাংশ পাবলিক খরচে ব্যয় হত। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং অন্যান্য বিদেশি স্বার্থ প্রত্যাহারের পরে সে অর্থপ্রবাহ আর নে

খবরে বলা হচ্ছে, আফগানিস্তান থেকে বিলিয়ন ডলার মূল্যের সম্পদ মার্কিন ফেডারেল রিজার্ভ এবং ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকলোর তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। আগস্টে তালেবান কাবুলের দখল নেওয়ার পর ওই সম্পদগুলো জব্দ করা হয়েছে। খরা, অনাহার ও অভিবাসন-সম্পর

কঠোরভাবে আফগান মুদ্রা ব্যবহার করার বিষয়ে অপ্রত্যাশিত ঘোষণাটি এমন সময় আসল যখন আইএস-কের হামলায় তালেবান অতিষ্ঠ। মঙ্গলবার কাবুলের বৃহত্তম সামরিক হাসপাতালে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলো আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকার করতে অস্বীকার করেছে। এ বিষয়ে তালেবান বলছে, এ সিদ্ধান্ত বিশ্বের জন্য সমস্যার কারণ হতে পারে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত সপ্তাহে বলেন, আফগান সরকারে অস্বীকৃতি অব্যাহত থাকে, তাহলে এটি বিশ্বের জন্য আরেক সমস্যায় পরিণত হতে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Back to top button