আফগানিস্তানে বিমান হামলায় নিহত অন্তত ৪৫
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ জন বেসামরিক নাগরিক এবং তালেবান সহ অন্তত ৪৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার দেশটির স্থানীয় কর্মকর্তারা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এ নিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করেছে তালেবান।
এই হামলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানে। এই বিষয়ে আফগান সরকার তদন্তের আশ্বাস দিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশে। হামলার লক্ষ্য ছিল ওই এলাকায় অবস্থানরত তালেবানদের খতম করা। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় প্রাণ গেল অন্তত ৮ জন নিরীহ গ্রামবাসীর। হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলি আহমেদ ফকির ইয়ার জানিয়েছেন, বুধবার রাতে পর পর দুইটি এয়ার রেড হয়। বিমান থেকে একের পর এক বোমা ফেলা হয়। নিমেষের মধ্যে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে অন্তত ৮ জন গ্রামবাসী। কয়েকজন তালেবান সেনা এবং কম্যান্ডারের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আটের চেয়ে বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
ঘটনার পরে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে তালেবান মুখপাত্র মুহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, সম্প্রতি যে সমস্ত তালেবান জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার কথা ভাবছিল, এই ঘটনার পর তারাও আবার হাতে অস্ত্র তুলে নেবে। তালেবান বিবৃতি অনুযায়ী এই ঘটনায় তাদের ১২ জন গুরুতর আহত হয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রায় পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা। বদলে এক হাজার নিরপত্তা বাহিনীর কর্মী এবং অফিসারকে মুক্তির প্রতিশ্রুতি দেয় তালেবান। এখনও সেই প্রক্রিয়া চলছে। আমেরিকা এবং আফগান নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত চার হাজার তালেবানকে মুক্তি দিয়েছে। তালেবান মুক্তি দিয়েছে ৫০০ বন্দিকে। বিশেষজ্ঞদের বক্তব্য, বুধবারের ঘটনায় সেই প্রক্রিয়ায় বিরুপ প্রভাব পড়তে পারে।
সূত্রঃ রয়টার্স, এপি