Lead Newsআন্তর্জাতিক

আফগানিস্তানে যাওয়াই ছিলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্তঃ ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যাওয়াই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

উক্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি, সেখানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, লাখ লাখ মানুষের প্রাণ গেছে। তিনি বলেন, এটি টুকরো টুকরো হয়ে গেছে, পুনরায় নির্মাণ করতে হবে। অতীতে সেখানে যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে কোনো কিছুই ভিন্ন নয়।”

এদিকে মেক্সিকো ও আফগানিস্তান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দেখুন, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে (মেক্সিকো সীমান্তে) বাইডেন কি করেছে। এই সীমান্তে আফগানিস্তানের মতো পরিস্থিতি বিরাজমান থাকলেও সবচেয়ে খারাপভাবে তা মোকাবিলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্টই জো বাইডেনের চেয়ে বাজেভাবে এই সীমান্ত সমস্যা মোকাবিলা করেননি।”

সাবেক এই প্রেসিডেন্টের দাবি, “তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে সেনা ও মার্কিন নাগরিকদের প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন হতো।”
তার ভাষায়, “আমি আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা ২০ হাজার থেকে কমিয়ে ২৫০০-তে নামিয়ে এনেছিলাম। আর এখন তারা বেসামরিক মার্কিন নাগরিক, আফগান দোভাষীসহ অন্য যারা আমাদের সাহায্য করেছিল, তাদের নিরাপদে বের করে আনার আগেই মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনলো। আমি ক্ষমতায় থাকলে অন্য সবাইকে আগে বের করে সবার শেষে সামরিক বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতাম।”
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =

Back to top button