আফগান থেকে কেন সেনা প্রত্যাহার করতে চায় না আমেরিকা?
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তারা এখনই আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সৈন্যদের প্রত্যাহার করবে না।
এক্ষেত্রে একটি অজুহাত দাঁড় করিয়েছে আমেরিকা। ওই চিঠিতে তালেবানের নতুন উত্থানের শঙ্কার কথা জানিয়ে ব্লিংকেন বলেছেন, “আমেরিকান এবং ন্যাটো সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হলে আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক সামরিক উত্থান হতে পারে।”
তাই এখনই আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার না করার প্রস্তাব দিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তালেবানের এক চুক্তিতে আগামী পহেলা মে’র আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব সদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল।
তবে সময়ের আগেই এই চিঠির মাধ্যমে সৈন্য প্রত্যাহার করবেনা বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এর বিনিময়ে তালেবান আফগানিস্তানে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। কিন্তু এখন বাইডেন প্রশাসন বলছে, আফগানিস্তান ছাড়ার আগে তারা ‘তালেবানের ওয়াদার বাস্তবায়ন’ দেখতে চায়।