Lead Newsআন্তর্জাতিক

আফগান বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান হেকমতিয়ারের

যুদ্ধবিধ্বস্ত দেশে দ্বন্দ্ব নিরসনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে হিজবে ইসলামী প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাবুলে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হেকমতিয়ার বলেন, ‘আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে বিবৃতি দেওয়ার পরিবর্তে ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোর দিকে মনোনিবেশ করা উচিত। তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকারের আফগান মাটি থেকে কাশ্মীর যুদ্ধ করা উচিত নয়। তিনি বলেন, নয়াদিল্লির উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করা। হেকমতিয়ার শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে আফগান সমস্যার সমাধানের পক্ষে তার অবস্থানের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বিশ্বাস করেন যে, আফগানিস্তান থেকে বিদেশী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের পর আফগান গোষ্ঠীর মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আলোচনা আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে।
হেকমতিয়ার আশা করেন যে, শিগগিরই কাবুলে একটি সরকার থাকবে, যা আফগান জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদয়ের কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, আফগানিস্তানের নতুন সরকার গঠনের জন্য আফগান রাজনৈতিক নেতাদের এবং তালেবানদের আনুষ্ঠানিকভাবে সংলাপের প্রয়োজন রয়েছে এমন সব অংশীদারদের মধ্যে একটি উপলব্ধি রয়েছে। তিনি আরো বলেন যে, অনানুষ্ঠানিক মিথস্ক্রিয়া চলছে এবং শিগগিরই এসব যোগাযোগ আনুষ্ঠানিক আলোচনায় রূপান্তরিত হবে।

আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান রোববার কাবুলে তার কার্যালয়ে হিজবে ইসলামী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আফগানিস্তানে একটি নতুন সরকার গঠনে তালেবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের চলমান আলোচনা নিয়ে কথা বলেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =

Back to top button