আফগান মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি এসব তথ্য জানান।
বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক সরকারগুলো এখনো তালেবান কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার আহ্বান জানাচ্ছে যেন তারা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠন করে এবং মানবাধিকার রক্ষা করে।
সূত্র : তোলো নিউজ