টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে প্রায় অসম্ভব সমীকরণ মেলানো প্রয়োজন ছিল বাংলাদেশের। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের বাকি থাকা দুই ম্যাচ জেতা।
মাহমুদউল্লাহরা তো নিজেদের কাজটাই করতে পারলো না! মাত্র ৮৪ রানে অলআউট হয়ে শেষটা ব্যাটিং ইনিংসেই দেখে নিয়েছিল। আর চূড়ান্ত সমাপ্তি টেনে দিলো দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে।
আজ (মঙ্গলবার) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সুয়েলভে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসারদের সামনে দিশেহারা বাংলাদেশ ১৮.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৪ রানে। সহজ লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো না হলেও হিসাব মিলিয়ে দিতে কোনও অসুবিধাই হয়নি। ৩৯ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে আসলে শুরুতেই শেষের চিহ্ন এঁকে নিয়েছিল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মাহমুদউল্লাহরা টস হেরে ব্যাটিংয়ে নামার পর কিন্তু মনে হয়নি এমন বাজে অবস্থা অপেক্ষা করছে। ২২ রানে হারায় প্রথম উইকেট, এবারের বিশ্বকাপ হিসাব করলে মন্দ নয়। কিন্তু নাঈম শেখের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাল-সবুজ দলের ব্যাটিং লাইনআপ। দেখতে দেখতে ৮৪ রানে অলআউট বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেললেও তাই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে আসে না। অল্প পুঁজি নিয়ে লড়াই করার মতো অবস্থানই তো বোলারদের দিতে পারেননি ব্যাটাররা। তাই তেম্বা বাভুমার ২৮ বরে ৩ চার ও ১ ছক্কায় খেলা হার না মানা ৩১ রানে সহজ জয় আসে প্রোটিয়াদের। ২২ রান করেছেন রাসি ফন ডের ডুসেন। জয় থেকে কয়েক রান দূরে থাকতে নাসুম আহমেদের শিকার তিনি। আগের ম্যাচের নায়ক ডেভিড মিলার বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দেন দক্ষিণ আফ্রিকাকে।
তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদী হাসান ও নাসুম।