Lead Newsকরোনাভাইরাস

আবারও ভারত থেকে এলো ১৯৮ টন তরল অক্সিজেন

আবারও ভারত থেকে এলো ১৯৮ টন তরল অক্সিজেন।ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এলো আরও ১৯৮ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে দশম চালান এটি। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ভারত থেকে দশম চালানে ১৯৮ টন তরল মেডিকেল অক্সিজেন বুধবার (১৮ আগস্ট) রওনা করেছে। এতক্ষণে অক্সিজেন নিয়ে ট্রেনটি বেনাপোল বন্দর পৌঁছে গেছে।’

বুধবার (১৮ আগস্ট) সাউথইস্টার্ন রেলওয়ে তাদের ভেরিফায়েড টুইটটার অ্যাকাউন্টে জানায়, “দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি ট্রেন চক্রধরপুর বিভাগের রাউরকেলা থেকে বাংলাদেশের বেনাপোলে ১০ম অক্সিজেন এক্সপ্রেস পাঠিয়েছে। ট্রেনটি ১০টি কনটেইনারে ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) বহন করে রাউরকেলা ছেড়ে যায়।”

ভারত থেকে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। গত ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। চতুর্থ, পঞ্চম ও যষ্ঠ চালানে ১, ৫ এবং ৯ আগস্ট দেশে প্রতি চালানে আসে আরও ২০০ টন করে তরল অক্সিজেন। এরপর ১১ আগস্ট ১৮৬ টন, ১৫ আগস্ট ২০০ টন, ১৭ আগস্ট ২০২ টন এবং সবশেষ দশম চালানে ১৯৮ টন অক্সিজেন এলো।

করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে সম্ভাব্য অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে এ অক্সিজেন আমদানি করেছে। এ নিয়ে লিনডে বাংলাদেশ লিমিটেড ১০ দফায় রেলপথে ভারত থেকে প্রায় ২ হাজার টন তরল অক্সিজেন আমদানি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Back to top button