আবারও মূল্যবান কোম্পানির মুকুট ফিরে পেয়েছে মাইক্রোসফট
অ্যাপলকে হটিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মুকুট ফিরে পেয়েছে মাইক্রোসফট।
সাপ্লাই চেন সমস্যার কারণে আইফোন বিক্রিতে সমস্যা হওয়ায় অ্যাপলের শেয়ারের দাম এক দশমিক আট শতাংশ কমে গেছে৷ অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক দুই শতাংশ৷
তাই শুক্রবার দিন শেষে অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছিল ২.৪৮ ট্রিলিয়ন ডলার৷ আর মাইক্রোসফটের ২.৪৯ ট্রিলিয়ন ডলার৷ অর্থাৎ ২০২০ সালের মাঝামাঝিতে অ্যাপলের কাছে হারানো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা আবার ফিরে পেয়েছে মাইক্রোসফট৷
২০১০ সালে অ্যাপল প্রথমবারের মতো মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছিল৷ এরপর থেকে এই দুই কোম্পানির মধ্যে সেরার মুকুট রদবদল হচ্ছে৷
এ ব্যাপারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, সামনে যে ছুটির মৌসুম আসছে তখনও সাপ্লাই চেন সমস্যটা থাকতে পারে৷ অন্যদিকে এ বছরের বাকিটা সময়ও ভালো বিক্রি হওয়ার আশা করছে মাইক্রোসফট৷
ব্রিটিশ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যানসডাউনের ইকুইটি অ্যানালিস্ট সোফি লুন্ড-ইয়েটস বলেন, বৈশ্বিক সাপ্লাই চেন সমস্যা দেখা দিলে এফএএএনজি-ফ্যাঙ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অ্যাপল৷ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল, এই পাঁচ কোম্পানি এফএএএনজি ফ্যাঙ নামে পরিচিত৷
করোনার কারণে ক্লাউডভিত্তিক পরিষেবার চাহিদা বাড়ায় এ বছর মাইক্রোসফটের শেয়ারের দাম ৪৯ শতাংশ বেড়েছে৷ একই সময়ে অ্যাপলের বেড়েছে ১৩ শতাংশ৷