আবারো নতুন দল গড়লেন মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মাত্র চার বছরের মাথায় আবারো নতুন দল গড়লেন। তার এবারের দলের নাম রাখা হয়েছে ‘পার্টি পেজুয়াং তানাহ এয়ার’ বা জাতির যোদ্ধা দল।
চার বছর আগে একটি দল গড়ে মালয়েশিয়ায় নির্বাচন করেন মাহাথির মোহাম্মদ। এরপর নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রীও হন ৯৪ বছর বয়সী মাহাথির। এরপর পদত্যাগ করেন তিনি। সেই দল থেকে সম্প্রতি বহিষ্কার করা হয় তাঁকে। এরপরই তিনি নতুন এই দল গড়ার ঘোষণা দিলেন।
গত বুধবার এ নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য পার্টিতে যোগ দেন। তবে যদি আপনি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে পেজুয়াংকে বাছাই করুন।
দেশটির পেরাক এলাকায় নতুন দলের নাম ঘোষণার অনুষ্ঠানে বলা হয়, ‘আমরা চাই মালয়দের একটি দল হবে পেজুয়াং। আর দলটি লড়বে দেশের জনগণের জন্য। দলটি দেশ থেকে দুর্নীতি নির্মূলে কাজ করবে।’
এর আগে ৭ আগস্ট নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে সেদিন তিনি নতুন রাজনৈতিক দলের নাম বলেননি। এরপর গত বুধবার দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান।