খেলাধুলা

আবারো বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

টেস্টে অন্তত ৪ হাজার রান ও দেড়শ উইকেট এর আগে ছিল মাত্র পাঁচজনের। সেই তালিকায় গেল বছর জুলাইয়ে নতুন করে নাম উঠিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। সেইবারই এই রেকর্ডে আলোচনায় এসেছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কেননা তখন নিষেধাজ্ঞায় থাকা সাকিব ক্রিকেটে ফিরলেই যে সে রেকর্ডে নাম লেখাবেন সেটা প্রায় নিশ্চিতই।
তখন পাঁচজনের মধ্যে ৬৩ টেস্ট খেলে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করা স্যার গ্যারি সোবার্সের ঠিক পরেই ৬৪ টেস্টে তা স্পর্শ করার কীর্তিও অর্জন করেছিলেন স্টোকস।

এই মাইলফলকে সবচেয়ে দ্রুততম হতে পারেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ফিরেছেন। কাল উইন্ডিজদের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়ে আবারো সাদা পোশাকে নামবেন। খেলায় ফেরার পর সবাইকে বরং ছাপিয়ে যাওয়ারই সুযোগ থাকছে সাকিবের।

৫৬ টেস্ট খেলা সাকিবের দেড়শ উইকেট হয়ে গেছে বেশ আগে। তার ঝুলিয়ে উইকেট এখন ২১০টি। টেস্টে সাকিব রান করেছেন ৩ হাজার ৮৬২। অর্থাৎ পরবর্তী ৬ টেস্টের মধ্যে আর কেবল ১৩৮ রান করলেই সাকিব ছাড়িয়ে যেতে পারবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি সোবার্সকেও।

অন্যদিকে টেস্টে ৪ হাজার রান ও ২ শ উইকেট আছে মাত্র ৫ জন অলরাউন্ডারের। সেই তালিকায় স্টোকস ছাড়া সবাই আছেন। এই রেকর্ডে ১২ ইনিংসে মাত্র ১৩৮ রান করলেও সবাইকে ছাড়িয়ে সবচেয়ে দ্রুততম হিসেবে নাম লেখাবেন সাকিব।

৪ হাজার রান ও দুইশ উইকেট থাকা বাকি অলরাউন্ডারা হলেন ইংল্যান্ডের গ্যারি সোবার্স ও স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ভারতের কপিল দেব ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =

Back to top button