ক্রিকেটখেলাধুলা

আমি বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি: তামিমের লাইভে কোহলি

তামিম ইকবাল করোনার কারণে ২২ গজে ঝড় তুললে না পারলেও ঠিকই বিনোদন দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটের বড় তারকাদের নিয়ে উপস্থিত হয়ে।

আজ (সোমবার) রাতে তিনি ফেসবুক লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন বিরাট কোহলিকে নিয়ে। ক্রিকেট নিয়ে তামিমের নানা প্রশ্নের উত্তর দেওয়া ভারতীয় অধিনায়ক ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানালেন বাংলাদেশের সবাইকে।

অন্য সবদিনের মতো আজকের লাইভ সেশন খুব বেশি বড় হয়নি। আর কোহলির সঙ্গে বেশিরভাগ কথা হয়েছে তার ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি নিয়ে। তামিম শুরুতেই বলে নিয়েছিলেন, আজকের পর্ব শুধুই ‘শিক্ষামূলক’ হবে, ক্রিকেটারদের জন্য সব প্রশ্ন থাকবে কোহলির কাছে। এই আলাপচারিতার শেষদিকে তামিম ভারতীয় অধিনায়ককে জিজ্ঞেস করেন, ‘কয়েকদিন পরই বাংলাদেশে ঈদ। বাংলাদেশের মানুষদের জন্য ঈদ নিয়ে যদি কিছু বলতে চান?’

তামিমের কথা শেষ হতেই বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন কোহলি, ‘অবশ্যই। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ ভালো কাটুক। ঈদ মোবারক।’

করোনার এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে বাসাতেই সময় কাটছে বেশিভাগ মানুষের। ঈদে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ নেই, কোহলিও ভালো মতো বুঝতে পারছেন বিষয়টি। তাই এবারের ঈদকে স্মরণীয় করে রাখার পরামর্শ তার, ‘অবশ্যই এখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ঈদের সময়টা সবাই আরও উপভোগ করুন। এখন যে সময়টা যাচ্ছে, এটা সবার স্মরণীয় হয়ে থাকা দরকার।’

বাংলাদেশের সবার আনন্দময় ঈদের প্রত্যাশা ভারতীয় ব্যাটসম্যানের, ‘আশা করছি সবাই হাসিখুশি মনে ঈদ উপভোগ করবেন। যেটা আগেই বলেছি, পরিস্থিতি ভালো হয়ে উঠুক। অবশ্যই আমরা সবাই প্রার্থনা করব যেন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button