আরও চার হাজার চিকিৎসক নিয়োগ শিগগিরই
আগামী এক সপ্তাহের মধ্যেই চার হাজার চিকিৎসক নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। একইসঙ্গে ৪০৯ জন অবেদনবিদ নিয়োগও চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় জরুরী ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া ১০ লাখ ফাইজারের টিকা গ্রহণ করে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, “দেশে টিকার কিছুটা সংকট ছিল। তবে সেই সমস্যা আর থাকছে না। সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে।”
সচিব আরও বলেন, চলতি সেপ্টেম্বরের মধ্যে আড়াই কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। আর সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও জানান লোকমান হোসেন মিয়া।
উক্ত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।’
বিকেল সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া ১০ লাখ ফাইজারের টিকা অবতরণ করে।