আইন ও বিচারজাতীয়

আরও ৩৪৪৭ আসামির জামিন ভার্চ্যুয়াল কোর্টে

সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে রোববার (১৭ মে) তিন হাজার ৪শ ৪৭ আসামিকে জামিন দেওয়া হয়েছে। সন্ধ্যায় এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, চার হাজার ৬শ ৬৪টি জামিন আবেদন নিষ্পত্তি করে এসব আসামির জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গত ১২,১২ ও ১৪ মে তিনদিনে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে মোট ২ হাজার ৯৭৮ আসামির জামিন দেওয়া হয়েছিল।

এর মধ্যে ১৪ মে ১৮২১ জন আসামি, ১৩ মে ১ হাজার ১৩ এবং ১২ মে ১৪৪ জন আসামিকে জামিন দেওয়া হয়।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে ছুটির সময়ে বাংলাদেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ এবং উচ্চ আদালতের জারি করা বিশেষ প্র্যাকটিস নির্দেশনা’ অনুসরণ করে শুধু জামিন সংক্রান্ত বিষয়গুলো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো। এরপর থেকে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

বালিশকাণ্ডঃ জামিন হয়নি ঠিকাদারের

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাবসহ অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা দুই মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন হাইকোর্ট থেকে জামিন পাননি।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রোববার শাহাদতের জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শফিক আহমেদ ও মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

পরে বশির উল্লাহ বলেন, গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক ওই মামলা দুটি করে। নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চান শাহাদত। হাইকোর্ট জামিন না দিয়ে নিয়মিত বেঞ্চে আবেদন উপস্থাপন করতে বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Back to top button