Lead Newsকরোনাভাইরাসসরকার

আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯ : আইইডিসিআর

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হলো।

এ ছাড়া নতুন করে আরো ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

আজ রোববার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া চারজন মারা গেছে।’

এ ছাড়া ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Back to top button