করোনাভাইরাসজাতীয়

আরও ৫০ লাখ পরিবার আসছে প্রণোদনা সুবিধায়

করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও ৫০ লাখ প্রান্তিক পরিবার দুই হাজার ৪০০ টাকা করে প্রণোদনা পাবে।  প্রতি পরিবারে ৪ জন করে সদস্য ধরে মোট দুই কোটি মানুষকে প্রণোদনা হিসাবে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি বিষয়টি তদারকি করছে বলে সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৪ অথবা ৫ মে এ অর্থ সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আর এজন্য অর্থ মন্ত্রণালয় উল্লেখিত সময়ের মধ্যে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করবে।   এই অর্থ ছাড় হলে সব মিলিয়ে সাড়ে পাঁচ কোটি মানুষ প্রণোদনার আওতায় আসবে।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান বলেন, করোনার কারণে অনেক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন।  অনেকেই সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার বাইরে রয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী খুব শিগগিরই এসব বঞ্চিত মানুষদের জন্য এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ থাকবে।  প্রথম কিস্তির ১২০ কোটি টাকা খুব শিগগির ছাড় হবে।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, দুঃসময়ে সরকারের এ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুবিধাভোগীদের যে তালিকা করা হবে তাতে যেন নিরপেক্ষতা বজায় থাকে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শামসুল আলম বলেন, সরকারের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে এটি অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ বর্তমান পরিস্থিতিতে মানুষ নিজ নিজ ঘরে আবদ্ধ। তাদের কোনো কাজ নেই। জীবন ধারণ খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমি জেনেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। কাজেই সঠিক মানুষদের হাতে সহায়তার অর্থ পৌঁছবে বলে আমি মনে করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =

Back to top button