Lead Newsঅপরাধ ও দূর্ঘটনাজাতীয়
আর্মি-পুলিশ দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি-পুলিশ দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। এ জন্য সব রাজনৈতিক দলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
কাজী হাবিবুল আউয়াল মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। তা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপ করতে হবে।