রাজনীতি

‘আলজাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছে’: এ্যানী চৌধুরী

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আলজাজিরা যেখানে হাত দিয়েছে সেখানেই সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। হাসিনার অবস্থান এখন শেষ পর্যায়ে। এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানী চৌধুরী এসব কথা বলেন।

লক্ষ্মীপুরের কালেক্টরেট স্কুল এলাকায় এ্যানী চৌধুরীর বাসভবনে জেলা তাঁতী দল এ সভার আয়োজন করে।

এ্যানী চৌধুরী আরো বলেন, সরকারের এক মন্ত্রী বলেছেন জিয়াউর রহমানের খেতাব নাকি আইন সম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু তারা তো আইন সম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইন সম্মতভাবে ক্ষমতায় নেই, তাদের আইন নিয়ে কথা বলারও কোনো অধিকার নেই।

তিনি বলেন, এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। ৯ বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হবে। 

জেলা তাঁতী দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভপতিত্বে উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তাঁতী দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আলিম হুমাযুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =

Back to top button