BreakingLead Newsআন্তর্জাতিক

আল-আকসায় ইসরাইলী বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলী বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিন পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ এবং দখলকৃত জায়গায় ইসরাইলের বেসমরিক মানুষকে বসতি স্থাপনের জন্য পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে ইসরাইলী বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন।

এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে – এমন কর্মকাণ্ড থেকে ইসরাইলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানাচ্ছে। পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতি বাংলাদেশ দৃঢ় অবস্থান ব্যক্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + ten =

Back to top button