বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে গণধোলাইয়ের হুমকি এবং তার কক্ষে তালা লাগানোর প্রতিবাদ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন বলেন, “বাকস্বাধীনতা একটি সংবিধান স্বীকৃত অধিকার। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই অধিকারকে যারা হরণ করতে চায়, তারাই মুক্তিযুদ্ধের চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের চেতনা বুকে ধারণ করতে পারেনি। কথাকে প্রতিহত করতে হবে কথা দিয়ে, অস্ত্র দিয়ে নয়। যারা বুদ্ধিবৃত্তিক মোকাবিলায় অক্ষম, তারাই সহিংস পথ বেছে নেয়।”
আসিফ নজরুলকে হুমকিধামকি দাতাদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
কাবুল বিমানবন্দরের পরিস্থিতি টেনে দেশের সম্ভাব্য পরিণতি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার পর থেকেই আসিফ নজরুলের কঠোর সমালোচনামুখর হয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা এবং মুক্তিযুদ্ধ মঞ্চ।
আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’
এমন স্ট্যাটাস দেয়া আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি তোলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে তার জন্য বরাদ্দ কাজী মোতাহার হোসেন ভবনের ১২৩ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। এই অধ্যাপককে পেটানোর হুমকিও দিয়েছে তারা। আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদনও করেছে ছাত্রলীগ।