Lead Newsক্রিকেট

আস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়; লক্ষ্য ৫-০ স্কোরলাইন

বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৩৩টি টি-টোয়েন্টি সিরিজ। যার ভেতর জয় এসেছে ৮টিতে। বাকি ২৫টির মধ্যে ১৯টি হারের পাশাপাশি বাংলাদেশ ড্র করেছে ৬টিতে।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে জয়ের দিকে এক পা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন পূরন করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের।
তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়াকে ১০ রানের জয় তুলে নেয়ার পাশাপাশি যেকোনো ফরম্যাটে তাদের বিপক্ষে সিরিজ জয়েরও স্বাদ পায় বাংলাদেশ।

এই প্রথম বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। প্রথমবারই সিরিজ হারের স্বাদ নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। তবে এবারের কাহিনী ছিল ভিন্ন।

চলমান সিরিজসহ বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৩৩টি টি-টোয়েন্টি সিরিজ। যার ভেতর জয় এসেছে ৮টিতে। বাকি ২৫টির মধ্যে ১৯টি হারের পাশাপাশি বাংলাদেশ ড্র করেছে ৬টিতে। ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা বাংলাদেশ জয় পায় তাদের প্রথম সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানের জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পায় তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ।

পরের ৫ বছর আর সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এরপর ২০১১ সালের অক্টোবরে ভাঙে সেই পরাজয়ের বৃত্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর একে একে হারায় আয়ারল্যান্ড ও পাকিস্তানকে। আর সর্বশেষ অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারা পঞ্চম দল। এখনও দুই ম্যাচ বাকি সিরিজের। শিরোপা রেখে দেওয়ার পর নিশ্চিত ভাবেই অজিদের ক্লিন সুইপ করতে চাইবে টাইগাররা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ৯ আগস্ট। সফরকারী দলের লক্ষ্য থাকবে সম্মান রক্ষা করা। আর মাহমুদুল্লাহ বাহিনীর টার্গেট থাকবে ৫-০ স্কোরলাইনের দিকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =

Back to top button