ভাইরাল

আস্ত হরিণ গিলে ফেলল অজগর! (ভিডিও)

ভারতের উত্তর প্রদেশের দুধওয়া জাতীয় উদ্যানে একটি অজগর আস্ত হরিণ গিলে খাচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা ফের টুইটারে পোস্ট করেছেন ভারতীয় বন বিভাগের পরিচালক পরভীন কাসওয়ান।

ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, বার্মা থেকে নিয়ে আসা এই অজগরটি পৃথিবীর বৃহত্তম সাপগুলির মধ্যে একটি। এই ধরনের অজগর শিকারকে মারতে পাকে পাকে পেঁচিয়ে ধরে। এতে শ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে মারা যায় প্রাণিটি। তারপরেই মস্ত হাঁ করে এক গালেই গিলে ফেলে গোটা প্রাণিটিকে।

পারভীন কাসওয়ান ভিডিওটিকে শেয়ার করে লিখেছেন, আচমকাই বন বিভাগের দল পৌঁছে গেছিল সেই জায়গায়। চোখের সামনে অজগরকে এভাবে আস্ত হরিণ গিলতে দেখে আতঙ্কে হৃদস্পন্দন বেড়ে গেছিল সবারই। তার মধ্যেই তিনি পুরো ঘটনা মোবাইল বন্দি করেছেন।
গত বছর গুজরাটের ভদোদরা জেলার একটি বাড়ির উঠোনে নয় ফুট অজগর ধরা পড়েছিল। সাপটি সেই সময় একটি বিড়ালকে আস্ত গিলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Back to top button