ইইউ প্রতিনিধিদের সাথে যে কথা হলো জামায়াতের
জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘২০১৪-১৮ সালে প্রহসনের নির্বাচন হয়েছে। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়। ১৮ সালে সকল দল নির্বাচনে অংশ নিয়েছিলাম। সে নির্বাচন আগের রাতে হয়েছে। এটা একটা নতুন সংযোজন।’
তিনি আরও বলেন, ‘সরকার পিএমের অধীনে সুষ্টু নির্বাচন হতে পারে না। কেয়ার টেকার অথবা নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
শনিবার (১৫ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বের হয়ে সাংবাদিকদের একথা জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের প্রতি আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আপনারা পর্যবেক্ষক পাঠাতে পারেন। অবৈধ নির্বাচন হলে আপনারা কেন নির্বাচন দেখতে আসবেন। যদি আসেন তাহলে সম্মানিত হবেন না।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে কী কথা হলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেয়ারটেকার বা নির্দলীয় যে নামেই হোক এটা নিয়ে আলোচনা হলে সংলাপ হলে অর্থবহ হবে। আমাদের নিবন্ধন নিয়ে বলেছি। ৫ টি নির্বাচন করেছি। এটি এখন হাইকোর্টে বিচারাধীন। সভাসমাবেশ বা রাজনীতির সাথে নিবন্ধনের সম্পর্ক নেই।
ইইউ অনুধাবন করেছে জামায়াত একটি মডারেট ইসলামী দল। জামায়াতে ইসলামী সহিংসতা বিশ্বাস করে না বলেও জানিয়েছেন জামায়াতের নায়েবে আমীর।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।